আগুন নিয়ন্ত্রণে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাতাস: ফায়ার সার্ভিস

রোববার,

১৯ অক্টোবর ২০২৫,

৪ কার্তিক ১৪৩২

রোববার,

১৯ অক্টোবর ২০২৫,

৪ কার্তিক ১৪৩২

Radio Today News

আগুন নিয়ন্ত্রণে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাতাস: ফায়ার সার্ভিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯, ১৯ অক্টোবর ২০২৫

Google News
আগুন নিয়ন্ত্রণে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাতাস: ফায়ার সার্ভিস

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে বাতাস বড় সমস্যা হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। আজ শনিবার রাত ১০টায় ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগুন নির্বাপনে আমাদের ৩৭টি ইউনিট এখনও পর্যন্ত কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে বাতাস বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আগুন জ্বলার মত সেখানে প্রচুর অক্সিজেন ছিল। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউন এর মধ্যে রুমগুলো খোপ খোপ ছিল। সেখানে আবার দেয়াল ছিল। এসব ক্লিয়ার করে কাজ করতে হয়েছে। খোলা জায়গাতেও মালামাল ছিল।  সেখানেও আগুন ধরে যায়। এসব কারণে আগুন নিয়ন্ত্রণ একটু সময় লাগে। 

তিনি আরও বলেন, ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। এখন আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। এখন নির্বাপনে কাজ করছি। আগুন নিরাপন্ন হওয়া পর্যন্ত আমরা থাকব। নির্বাচনের পরে কর্তৃপক্ষকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা চলে যাব। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আমাদের দু’জন ফায়ার ফায়টার আহত হয়েছেন। কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। 

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ আগুনের নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে বলে জানান ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ডিজি আরও বলেন, আমাদের চেষ্টা ছিল আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা।

কোনো কিছু রক্ষা করা গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা এখনই বলা সম্ভব না। আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেক দিকে জায়গা করে দিয়েছি যাতে মালামাল সরিয়ে নেওয়া যায়।  

আগুনের শুরুতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে কার্গোর ভেতর ঢুকতে কোনো বাধা পেয়েছিল কিনা, এমন প্রশ্নে ডিজি বলেন, এ রকম কোনো সংবাদ আমার জানা নেই। তবে এয়ারপোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ঢুকতে হলে বুঝেশুনে ঢুকতে হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের