মেহেরপুর সীমান্তে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

Radio Today News

মেহেরপুর সীমান্তে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৯, ১৮ অক্টোবর ২০২৫

Google News
মেহেরপুর সীমান্তে ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে সীমান্তের ১৩৩/৩এস পিলারের অভ্যন্তর দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৪ জনের বাড়িই ঠাকুরগাঁও জেলায়। তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও চার শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। পরে আসাম পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমারের কাছে হস্তান্তর করে। অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাথুলীর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে তাদের হস্তান্তর করেন। আটকদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বিএসএফ ১৪ বাংলাদেশিকে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। পরিবারের লোকজনকে খবর দিয়ে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের