কুমিল্লায় এক দিনে লাগানো হলো ২০ হাজার তালের বীজ

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

কুমিল্লায় এক দিনে লাগানো হলো ২০ হাজার তালের বীজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ১৬ অক্টোবর ২০২৫

Google News
কুমিল্লায় এক দিনে লাগানো হলো ২০ হাজার তালের বীজ

বজ্রপাত প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিকর ফল তাল সংরক্ষণের লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক বৃক্ষরোপণ উৎসব। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনেই ৩৪টি গ্রামে বপন করা হয় ২০ হাজার তালের বীজ।

এই ব্যতিক্রমী উদ্যোগের নেতৃত্ব দেন তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান। তার আহ্বানে ইউনিয়নের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সরেজমিনে দেখা গেছে, আনন্দপুর কলেজ, বল্লভপুর, ধনুয়াখলা, কালিরবাজারসহ বিভিন্ন গ্রামের সড়কের পাশে, পুকুর পাড়ে এবং স্কুল মাঠের আশপাশে শিক্ষার্থীরা হাতে হাতে বীজ রোপণ করছে। তাদের সহযোগিতা করছেন শিক্ষক ও এলাকাবাসী। পাশে থেকে দিকনির্দেশনা দিচ্ছেন উদ্যোক্তা এনামুল হক খান।

তাল বীজ রোপণে অংশ নেওয়া শিক্ষার্থী ফরহাদ হোসেন, ইলিয়াছ খান তানিম এবং স্থানীয় বাসিন্দা মীর আহমদে খান ও মেহেদী হাসান জানান, তারা গত তিন বছর ধরে এই কার্যক্রমে যুক্ত আছেন।

প্রথম দুই বছরে ১০ হাজার বীজ রোপণ করা হয়, এ বছর লাগানো হয়েছে ২০ হাজার। আগামী তিন বছরে আরো ৭০ হাজার বীজ রোপণের পরিকল্পনা রয়েছে।

ধনুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা ইয়াছমিন ও আনন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ উম্মে নাসরিন নূর জানান, ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি হাই স্কুল, তিনটি মাদরাসা ও তিনটি কলেজের শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। সবাই উৎসবের আমেজে নিজ নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে নির্ধারিত স্থানে বপন করেছেন।

এই উদ্যোগের পেছনে রয়েছে এক ব্যক্তিগত অনুপ্রেরণার গল্প। প্রফেসর এনামুল হক খান জানান, ৭০-এর দশকে ধনুয়াখলা গ্রামে বজ্রপাতে এক দিনেই ৮ জন মানুষ মারা যান। সেই ঘটনার পর থেকে তিনি নিজ হাতে তালের বীজ বপন শুরু করেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত হলেও থেমে নেই। নিজে প্রতিষ্ঠা করেছেন ‘আবেদা-আশরাফ ফাউন্ডেশন’ ও ‘আশরাফিয়া নুরানি হিফজুল কোরআন মাদরাসা’।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসিন্দাদের যুক্ত করে বড় পরিসরে রোপণ কার্যক্রম শুরু করেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন খান বলেন, ‘তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর গুরুত্ব রয়েছে। এই ধরনের জনসম্পৃক্ত পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের