শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ১৬ অক্টোবর ২০২৫

Google News
শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন হজ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (১৮ অক্টোবর) কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে গ্রাহক সেবার সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকিং কার্যক্রমের বিশেষ প্রয়োজনে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের