
অন্তর্বর্তী সরকারকে সীমাহীন সময়ের সমর্থন নয়, যতোটুকু সময়ের সমর্থন তার মধ্যে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় সরকার হাস্যস্পদ হয়ে যাবে জাতির কাছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় জয়নুল আবদিন ফারুক আরও বলেন, নানা দল, নানা দাবি তুলে নির্বাচন আয়োজনের ব্যাপারে শর্ত দিচ্ছে। নির্বাচন নিয়ে পায়তারা চলছে।
তিনি বলেন, বিএনপিকে হেয় করে যদি নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়, সেটা প্রতিরোধের ক্ষমতা বিএনপির আছে।
রেডিওটুডে নিউজ/আনাম