এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না: উপদেষ্টা

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না: উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৭, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১৯, ১৬ অক্টোবর ২০২৫

Google News
এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না: উপদেষ্টা

এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে, ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।’

তিনি বলেন, ‘এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হলেও শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এবার প্রাপ্য নাম্বারই দেয়া হয়েছে।’

ড. আবরার বলেন, এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনেককে বিস্মিত করেছে। পাশের হার ও জিপিএ–৫ সংখ্যা আগের বছরের তুলনায় কম। বাংলাদেশে শেখার সংকট শুরু হয় প্রাথমিক স্তর থেকেই। বছরের পর বছর শেখার ঘাটতি জমে গেছে, কিন্তু আমরা দীর্ঘদিন বাস্তবতাকে স্বীকার করিনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে পাশের হারই সাফল্যের প্রতীক, জিপিএ–৫–এর সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড। ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা প্রকৃত শেখার সংকট আড়াল করেছি। আজ আমি সেই সংস্কৃতির পরিবর্তন চাই।’

শিক্ষা উপদেষ্টা জানান, এখন থেকে শিক্ষার মূল্যায়নে আসল শেখাকেই মানদণ্ড ধরা হবে। যে ফলাফল শিক্ষার্থীর শেখাকে সত্যিকারের প্রতিফলিত করে, সেটিই হোক আমাদের সাফল্যের মানদণ্ড।

মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমি সকল শিক্ষাবোর্ডকে নির্দেশ দিয়েছি যেন ভবিষ্যৎ পরীক্ষায় সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা বজায় রাখা হয়, কিন্তু ফলাফলের বাস্তবতা বিকৃত না হয়। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের