জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়: মির্জা ফখরুল

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ১৬ অক্টোবর ২০২৫

Google News
জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়। কিন্তু কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। কেউ পিআর বোঝেনা। ভোট হবে এক ব্যক্তি, এক ভোট। তার প্রশ্ন- যা মানুষ বোঝেনা তা কেন হবে?  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে নিজ আসনে বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে নির্বাচনী জনসংযোগে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায়না উল্লেখ করে তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে।

তার অভিযোগ, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে ড. ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। 

এসময় স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার যে  সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগানোর তাগিদ দেন তিনি। পাশাপাশি পিআর দাবি নিয়ে যারা আন্দোলন করছেন, তাদের নির্বাচিত সংসদের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি। 

প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বিএনপি মানুষের ভালোবাসা অর্জন করবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের নতুন করে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব করেছে। সরকার যা এখন করছে। 

এসময় আবারও দেশের স্বার্থে ধানের শীষে ভোট চান দলটির এই শীর্ষ নেতা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের