মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২০, ১৬ অক্টোবর ২০২৫

Google News
মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইল জেলার মির্জাপুর ক্যাডেট কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে। এ বছর ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ ও ৪ জন মানবিক বিভাগের শিক্ষার্থী। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের