
সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ৩১ অক্টোবরের মধ্যেই সরকারকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবে ঐকমত্য কমিশন। সনদে সব রাজনৈতিক দল ও কমিশনের সদস্যদের স্বাক্ষরের পর সই করবেন প্রধান উপদেষ্টা। তবে যদি কোনো দল শুক্রবার (১৭ অক্টোবর) সনদে স্বাক্ষর না করে, পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে।
অনেক অপেক্ষা, মত, দ্বিমত ও জটিলতা পেরিয়ে অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদে। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদের এলডি হলে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সবগুলো রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের উপস্থিতিতে হবে এ স্বাক্ষর অনুষ্ঠান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, ঐতিহাসিক এ সনদে সব রাজনৈতিক দলের পাশাপাশি স্বাক্ষর করবেন কমিশনের সদস্যরা। সবশেষে স্বাক্ষর করবেন কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।
তবে, সনদের আইনি ভিত্তি, নোট অব ডিসেন্টসহ একাধিক বিষয়ে অভিযোগ তুলে এতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে তরুণ দল এনসিপি। সিদ্ধান্তহীনতায় আছে জামায়াতের স্বাক্ষরও।
তবে নির্ধারিত সময়ের এ অনুষ্ঠানে সব দলেরই উপস্থিতি থাকবে বলে আশাবাদ আলী রীয়াজের।
এদিকে, স্বাক্ষর শেষ হয়ে গেলেও আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে আবারো আলোচনা করে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারকে দেয়া হবে বলেও জানান আলী রীয়াজ।
সনদ স্বাক্ষরকে সামনে রেখে শুক্রবার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
রেডিওটুডে নিউজ/আনাম