জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনে

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৭, ১৬ অক্টোবর ২০২৫

Google News
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ ঐকমত্য কমিশনে

আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একইসাথে এদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দাওয়াত পত্র দেয় কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে দাওয়াত পৌঁছে দেন।

বহুল প্রতীক্ষিত এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই আয়োজনকে কেন্দ্র করে গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রস্তুতি সংক্রান্ত এক জরুরি বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

এতে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টির প্রতিনিধিরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের