
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে প্রাণঘাতী মাত্রায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পেয়েছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বিকেলে গুদামের ভেতরে গ্যাসটির ঘনত্ব পাওয়া গেছে ১৪৯ পিপিএম, যা মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বোম্ব ডিসপোজাল ইউনিটের দলনেতা সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘হাইড্রোজেন সালফাইড ১০০ পিপিএম থাকলেই একজন মানুষ তাৎক্ষণিক অচেতন হয়ে মারা যেতে পারেন, যদি তিনি সুরক্ষা সরঞ্জাম ছাড়া ভেতরে প্রবেশ করেন।’
তিনি বলেন, গতকাল গুদামের ভেতরে এই গ্যাসের মাত্রা ছিল ২০ পিপিএমের বেশি, আজ তা বেড়ে ১৪৯ পিপিএমে পৌঁছেছে। বাইরে গ্যাসের ঘনত্বও বিপদজনক, ৭০-৮০ পিপিএমের মতো। এ ছাড়া আজ গুদামের ভেতরে কার্বন মনো–অক্সাইডও শনাক্ত করা হয়েছে, যার মাত্রা ছিল ৩ পিপিএম।
মাহমুদুজ্জামান বলেন, ‘এটা সাধারণ কোনও আগুন নয়, কেমিক্যালের আগুন। আশপাশে অনেক বিষাক্ত উপাদান বাতাসে ছড়িয়ে আছে। অন্তত ১৫০ থেকে ৩০০ মিটার এলাকার মানুষকে সরিয়ে নেয়া উচিত। আর বাতাসের দিক যেদিকে যাচ্ছে, সেদিকে দেড় কিলোমিটার পর্যন্ত এলাকা খালি রাখা ভালো।’
গুদামের ভেতরে এখনো অনেক রাসায়নিকের বস্তা পড়ে আছে বলে জানান এই কর্মকর্তা। তিনি ঘটনাস্থলের আশপাশে মানুষ না যেতে অনুরোধ করেন। কারণ, উৎসুক জনতা ও নিহতদের স্বজনদের ভিড়ের ফলে আরও বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে।
বোম্ব ডিসপোজাল ইউনিট জানায়, হাইড্রোজেন সালফাইড একটি অত্যন্ত বিষাক্ত ও দাহ্য গ্যাস। এর উপস্থিতি ১০০ পিপিএম ছাড়ালে তাৎক্ষণিকভাবে মানুষ অচেতন হয়ে মৃত্যুবরণ করতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম