জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের বাবাকে তারেক রহমানের উপহার

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের বাবাকে তারেক রহমানের উপহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ১৭ অক্টোবর ২০২৫

Google News
জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীবের বাবাকে তারেক রহমানের উপহার

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মাতার জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৭ অক্টোবর) মৌচাকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম শহীদ ডা. সজীবের বাবার কাছে এ স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিকসহ অন্যরা।

শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে ডা. রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তিনি।

শহীদ ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শহীদ ডা. সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী। তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের