গাজায় প্রবেশ করছে শত শত ট্রাক, প্রতিদিন পৌঁছাচ্ছে ৫৬০ টন খাদ্য সহ

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

গাজায় প্রবেশ করছে শত শত ট্রাক, প্রতিদিন পৌঁছাচ্ছে ৫৬০ টন খাদ্য সহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

Google News
গাজায় প্রবেশ করছে শত শত ট্রাক, প্রতিদিন পৌঁছাচ্ছে ৫৬০ টন খাদ্য সহ

গত ১১ অক্টোবর থেকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে ৫৬০ টন খাদ্য সহায়তা সরবরাহ করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তবে সংস্থাটি বলছে, এ সহায়তা এখনও গাজায় জরুরি চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়।

শুক্রবার (১৭ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র আবির ইতেফা বলেন, ‘যুদ্ধবিরতি আমাদের জন্য একটি সীমিত সুযোগ তৈরি করেছে। এই সময়ের মধ্যেই দ্রুত সহায়তা বাড়াতে হবে।

তিনি বলেন, ‘গাজায় দীর্ঘদিন ধরে অবরোধ, বাস্তুচ্যুতি ও খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

তিনি জানান, ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে গাজায় ২৩০টি ট্রাক প্রায় ২ হাজার ৮০০ টন খাদ্য সহায়তা নিয়ে প্রবেশ করে।

গাজাজুড়ে খাদ্য বিতরণ কার্যকর করতে ডব্লিউএফপি বর্তমানে পাঁচটি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে। সংস্থাটি এই সংখ্যা বাড়িয়ে ১৪৫-এ নিতে চায়। আবির ইতেফা বলেন, এই লক্ষ্য পূরণ করতে হলে ট্রাক চলাচল ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে।’

ডব্লিউএফপি মুখপাত্র আরও জানান, গাজায় এখন ৯টি বেকারি চালু রয়েছে। প্রতিদিন রুটির বান্ডিল তৈরি করছে। প্রতিটি বান্ডিল পাঁচ সদস্যের একটি পরিবারের ১ দিনের খাবারের চাহিদা পূরণে যথেষ্ট। এর মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। সংস্থার লক্ষ্য গাজাজুড়ে বেকারির সংখ্যা বাড়িয়ে ৩০-এ নিয়ে যাওয়া।

যুদ্ধবিরতি বহাল থাকলে দ্রুত সরবরাহ চালিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমানে মিশর, জর্দান এবং ইসরায়েলের মধ্যে প্রায় ৬০ হাজার টন খাদ্য মজুত রাখা হয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিসের মুখপাত্র ইয়েন্স লার্কে জানান, ইসরায়েলি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গাজায় ৯৫০টি ট্রাক প্রবেশ করেছে। এর মধ্যে ৮টি ট্রাকে জ্বালানি ও ৩টি ট্রাকে গ্যাস ছিল। কেরেম শালোম দিয়ে প্রবেশ করেছে ৮০৭টি এবং কিসুফিম দিয়ে ১৪৩টি ট্রাক।

তার আগের দিন গাজায় প্রবেশ করে ৭১৬টি ট্রাক। এগুলোর মধ্যে ১৬টি জ্বালানি ও গ্যাসবাহী ছিল। ওই দিন কেরেম শালোম দিয়ে ৬২৩টি ও কিসুফিম দিয়ে ৯৩টি ট্রাক প্রবেশ করে।

এই সহায়তা ট্রাকগুলোর মধ্যে জাতিসংঘ সমন্বিত, দ্বিপাক্ষিক দান ও বাণিজ্যিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এর প্রায় এক-তৃতীয়াংশ জাতিসংঘের তত্ত্বাবধানে বিতরণ করা হয়।

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, অবস্থা এখনো অত্যন্ত সংকটজনক। তারা বলছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দ্রুত সহায়তা বাড়াতে হবে। আর না হলে, গাজার জনগণের দুর্ভোগ আরও তীব্র হয়ে উঠবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের