ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ রোগী

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ রোগী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৮, ১৭ অক্টোবর ২০২৫

Google News
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ রোগী

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। সুতরাং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২৪৩ জনই আছে।

এদিকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এদের মধ্যে ৫৫ হাজার ৩৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৩ জনের।

এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।

জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের