যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ১৭ অক্টোবর ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপর জানা যায়, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী সবাই নিহত হয়েছেন।

দ্য ডেইলি বিস্ট শুক্রবার (১৭ অক্টোবর) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপের ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। ল্যান্সিং থেকে ১০ মাইল উত্তরে বাথ টাউনশিপের একটি রাস্তার মোড়ের কাছে এটি ঘটে। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে বলেন, বিমানটিতে তিনজন যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন যাত্রীকে খুঁজে পাওয়া গেছে এবং তাদের মৃত বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এবং বিমানের গন্তব্য উভয়ই এখনো জানা যায়নি। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য থেকে জানা যায়, এর যাত্রা সবেমাত্র শুরু হয়েছিল। বিমানটি ‘হকার ৮০০এক্সপি’ মডেলের ছিল। মেক্সিকোতে নিবন্ধিত টুইন-ইঞ্জিন করপোরেট জেট হিসেবে গ্রাহকদের বিশেষ সেবা দিত এটি। তবে সর্বশেষ কারা এর আরোহী ছিলেন তা জানা যায়নি।

পুলিশ জানায়, নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলেছে, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো। ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। যদিও এই বিবরণগুলো প্রাথমিক, কোনো পক্ষই নিশ্চিত করে কিছু বলেনি।

ডেইলি বিস্ট আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। ঘটনা তদন্তে পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের