
আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা।
গত বুধবার সন্ধ্যা থেকে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতির ফলে দুই প্রতিবেশীর মধ্যে কয়েকদিন ধরে চলা তীব্র লড়াই বন্ধ হয়েছে। এরই মধ্যে নতুন করে আত্মঘাতী হামলার খবর এলো।
পাঁচ জন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সামরিক শিবিরে অস্ত্রধারীদের হামলায় এসব সেনা নিহত হন। এতে আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের প্রাচীরে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত এবং আরও দু'জন সেনা শিবিরে প্রবেশের চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয়।
পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
রেডিওটুডে নিউজ/আনাম