
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি **অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক ঐক্য অপরিহার্য। তিনি বলেন, ‘মতের পার্থক্য থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। সেই স্থান হলো গণতন্ত্র।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-তে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে’ অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল প্রায় এক বছরের আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছে।
তিনি আরও বলেন, ‘বহু স্রোত যেন মোহনায় এসে মিলে। আমাদের অনেক স্রোত থাকলেও মোহনা একটি। সেটি হলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা সকলে এক জায়গায় দাঁড়িয়ে যেকোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।’
অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ কেবল রাজনৈতিক দলের মধ্যে চুক্তি নয়, এটি নাগরিক ও রাষ্ট্রের সঙ্গে সামাজিক চুক্তি**। তিনি স্মরণ করান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় দেশের নাগরিকেরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে। রাষ্ট্র সংস্কারের চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না, তবে এই দলিলের মাধ্যমে তা বাস্তবায়নের পথ সুগম হবে।’
শেষে অধ্যাপক আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাতীয় দলিলটি দ্রুত বাস্তবায়িত হবে। নাগরিকদের মতামতের মাধ্যমে এটি ভবিষ্যতের বাংলাদেশকে পরিচালনার দিকনির্দেশক হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম