
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীর মরদেহ বুঝে নিয়েছেন পরিবারের সদস্যরা। শনিবার রাত ৯টা ২০ মিনিটে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিহত ব্যক্তিরা হলেন- সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনা তারা নিহত হন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, কার্গো বিমানে করে আসা মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক বলেন, ‘আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর সকালে বাসায় ফিরছিল। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।’
ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম