গাজায় ১ লাখেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

Radio Today News

গাজায় ১ লাখেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২০ অক্টোবর ২০২৫

Google News
গাজায় ১ লাখেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল

দখলদার ইসরায়েলি বাহিনীর দুই বছরের গণহত্যার যুদ্ধে গাজা উপত্যকায় ১ লাখেরও বেশি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াফা সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরের শুরু থেকে যুদ্ধের সময় ১ লাখ ২ হাজার ৬৭টি ভবন এবং স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

একই সঙ্গে ১ লাখ ৯২ হাজার ৮১২টি রাষ্ট্রীয় ও পৌর সম্পত্তির কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ৩ লাখ ৩০ হাজার ৫০০টি ব্যক্তিগত আবাসিক ভবনের অংশ ভেঙে দিয়েছে অথবা আংশিকভাবে ধ্বংস করেছে।

পরিসংখ্যান অফিসের মতে, ইসরায়েলি আগ্রাসনের দুই বছরে গাজার পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কমপক্ষে ৮৫% ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক অনুমান অনুসারে, এগুলো পুনর্নির্মাণে ১.৫ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হবে।

৬ অক্টোবর মিশর, কাতার, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যস্থতার মাধ্যমে গাজা উপত্যকার যুদ্ধ সমাধানের জন্য পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করে হামাস ও ইসরায়েল। ৯ অক্টোবর পক্ষগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার চুক্তিতে সই করে। যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের