তেহরানের নতুন মেট্রো স্টেশনে মরিয়মের প্রতি সম্মান প্রদর্শন

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৪ কার্তিক ১৪৩২

সোমবার,

২০ অক্টোবর ২০২৫,

৪ কার্তিক ১৪৩২

Radio Today News

তেহরানের নতুন মেট্রো স্টেশনে মরিয়মের প্রতি সম্মান প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১৯ অক্টোবর ২০২৫

Google News
তেহরানের নতুন মেট্রো স্টেশনে মরিয়মের প্রতি সম্মান প্রদর্শন

ইরানের রাজধানী তেহরানের নতুন মেট্রো স্টেশনে যীশু খ্রিস্টের মায়ের প্রতি শ্রদ্ধাস্বরূপ মরিয়মের শিল্পকর্ম স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) স্টেশনটি উদ্বোধন করা হয়।

এএফপি লিখেছে, স্টেশনটিতে প্রবেশ করলে আপনার মনে হতে পারে, যেন আপনি কোনো খ্রিস্টান গির্জার ভেতরে পা রাখছেন।

মরিয়ম ইসলামেও একজন সম্মানিত ব্যক্তিত্ব। তেহরানের শিল্পকর্মটিতে তাকে ‘চোখ বন্ধ করে প্রার্থনারত’ অবয়বে চিত্রিত করা হয়েছে। তার মাথার ঠিক ওপর দিয়ে একটি সাদা ঘুঘু উড়ছে।

প্ল্যাটফর্মের পাশে আরেকটি শিল্পকর্মে তার পুত্র যীশুকে এমনভাবে চিত্রিত করা হয়েছে, যেন যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষমানদের ওপর তিনি নজর রাখছেন।

ইরানে মরিয়মের প্রতি সর্বজনীন সম্মান প্রদর্শন করা হয়। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি যে কোনো ধর্মের বিশ্বাসীদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম।

এই নির্মাণের নেপথ্যের শিল্পী টিনা তারিঘ মেহর এএফপিকে বলেন, 'এই স্টেশনে আপনি যা কিছু দেখবেন, তা এমনভাবে ডিজাইন করা হয়েছে- কেউ যখন এখান দিয়ে যান, তখন তারা বুঝতে পারেন যে, আমাদের লক্ষ্য ছিল অন্যান্য ধর্ম, বিশেষ করে খ্রিস্টধর্মকে সম্মান করা।'

তিনি আরও বলেন, 'এই পাখি (সাদা ঘুঘু) পবিত্র আত্মার প্রতীক। জলপাই গাছ শান্তি ও বন্ধুত্বের প্রতীক।'

বহুসংস্কৃতির দেশ ইরানে রাষ্ট্রধর্ম শিয়া ইসলাম হলেও সংবিধানে সুন্নি ইসলাম, জরথুস্ট্রিয়ানিজম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টধর্মকে সংখ্যালঘু ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইরানের সংসদেও এসব ধর্মাবলম্বীদের প্রত্যেকের নিজস্ব প্রতিনিধি রয়েছে।

সপ্তম শতাব্দীতে আরবদের পারস্য বিজয়ের সময় ইসলামের উত্থানের অনেক আগে থেকেই এই অঞ্চলে খ্রিস্টধর্ম বিদ্যমান ছিল।

তেহরানের মেয়র আলিরেজা জাকানি এক্স-পোস্টে বলেন, 'এই স্টেশনটি সেই ঐশ্বরিক নারীর কথা স্মরণ করে, যিনি তার পবিত্রতার মাধ্যমে এবং একজন মহান নবীর লালন-পালনের মাধ্যমে বিশ্বকে জাগিয়ে তুলেছিলেন।'

তিনি আরও বলেন, 'তেহরানে ঐশ্বরিক ধর্মের সহাবস্থান প্রদর্শনের জন্য এই স্টেশনটি তৈরি করা হয়।'

১৯৯৯ সালে তেহরানে ইরানের প্রথম মেট্রো লাইন চালু হয়। বর্তমানে ইরানের রাজধানীতে প্রায় ১৬০টি কার্যকর স্টেশন রয়েছে। এর বেশ কয়েকটি তাদের শৈল্পিক সূক্ষ্মতা, আধুনিক স্থাপত্য ও ঐতিহ্যবাহী ফার্সি উপাদানের মিশ্রণে নির্মিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের