
টানা তিন অ্যাওয়ে ওয়ানডে সিরিজ হার তো শুধু নয়। তিন সিরিজের নয় ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ মেহেদী মিরাজের দল। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়েছে।
বাংলাদেশ সিরিজের প্রথম এই ওয়ানডে ম্যাচের একাদশে নিয়েছে সৌম্য সরকারকে। তার সঙ্গে ওপেনিং করবেন সাইফ হাসান। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয়েছে। তাওহীদ হৃদয় আছেন একাদশে। জাকের আলীকে বাদ দেওয়া হয়েছে। পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
মিরপুরের উইকেটের ‘ডাক্তার’ করে আনা হয়েছে টমি হেমিংকে। গামিনি ডি সিলভার জায়গায় দায়িত্ব পেয়ে কালো মাটির উইকেট বানিয়েছেন তিনি। যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। হেমিংয়ের মুখের কথায় উইকেট স্পিন সহায়ক এমন বিশ্বাস নিয়ে নামছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি রহস্যে আটকা থাকলেও ধরে নিচ্ছেন অন্য আর দু-চারটা উপমহাদেশের উইকেটের মতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো মাটির এই উইকেটও স্পিন সহায়কই হবে। যদিও উইকেট দেখে বেশ বিস্ময়ই প্রকাশ করেছেন তিনি, ‘এমন উইকেট আগে দেখিনি।’
ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার ভর্তি একাদশ নিয়ে খেলছে। তাদের রোমারিও শেইফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস পেস অলরাউন্ডার। আছেন স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ। তাদের সঙ্গে নিয়মিত স্পিনার গুডাকেশ মোতি। পেসার জাইডেন সিলসের সঙ্গে আছেন খেরি পেরি। ব্যাটিং ভরসায় ওপেনিংয়ে ব্রেন্ডন কিং, আলিস আথানজে থাকবেন। সব ঠিক থাকলে তিনে কেসি কার্টি ও চারে খেলবেন অধিনায়ক শেই হোপ।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমাজিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, খেরি পেরি।
রেডিওটুডে নিউজ/আনাম