বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫,

১ কার্তিক ১৪৩২

Radio Today News

বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৫, ১৬ অক্টোবর ২০২৫

Google News
বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বাংলাদেশ দলকে নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলন ছিল স্পষ্ট। এরপর আফগানিস্তান সিরিজ থাকায় জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে থেকে যান। 

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ভিন্ন চিত্র দেখা গেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটির।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দেশে ফিরলে বিমানবন্দরে ক্ষুব্ধ দর্শকদের মুখোমুখি হন টাইগার ক্রিকেটাররা। নিকট অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তাদের। 

কেউ দুয়ো শুনেছেন, কেউ আবার পরিবারের সামনেই হেনস্তার শিকার হয়েছেন। তাওহীদ হৃদয় ও নাঈম শেখের গাড়ির দিকে ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে, যা তুলনামূলক দীর্ঘ সময় ধরে চলেছে।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দুর্বল পারফরম্যান্স উপহার দেয়। বিশেষ করে শেষ দুই ম্যাচে টাইগাররা ১০৯ ও ৯৩ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হারে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও ম্যাচ হেরে যাওয়া হতাশা আবারও মনে করিয়ে দেয় সমর্থকদের। পুরো ওয়ানডে সিরিজে কেবল শেষ ম্যাচে খেলেন নাঈম শেখ, যেখানে তিনি ২৪ বল খেলে মাত্র ৭ রান করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের