উইন্ডিজের বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫,

৩ কার্তিক ১৪৩২

Radio Today News

উইন্ডিজের বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪, ১৮ অক্টোবর ২০২৫

Google News
উইন্ডিজের বিপক্ষে কেমন একাদশ হবে বাংলাদেশের 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্য সরকারকে ডাকা হয়েছে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ (শনিবার) মিরপুর স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে এই দু’জনকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের একাদশ সাজাতে পারে বাংলাদেশ দল। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে রান না পাওয়ায় তানজিদ তামিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার জায়গায় একাদশে ঢুকে শেষ ওয়ানডে খেলে ব্যর্থ হন নাঈম শেখ। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে নেই নাঈম। সৌম্যকে খেলানো হতে পারে তার জায়গায়। তার ওপেনিং সঙ্গী হবেন সাইফ হাসান। 

রান না পেলেও তিনে নাজমুল শান্ত টিকে যাচ্ছেন। চারে খেলানো হতে পারে মাহিদুল অঙ্কনকে। সেক্ষেত্রে তাওহীদ হৃদয় থাকতে পারেন একাদশের বাইরে। পাঁচে মিরাজ তার জায়গা ধরে রাখতে পারেন। হৃদয় না থাকলে লোয়ার মিডল অর্ডার সামলানোর দায়িত্ব জাকের আলী ও নুরুল হাসান সোহানের কাঁধেই থাকবে। 

কালো মাটির মিরপুরের উইকেট স্পিন সহায়ক হবে বলে ধারণা পাওয়া গেছে। বাংলাদেশ তাই তিন স্পিনার নিয়ে খেলার পথেই হাঁটবে। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে হাত ঘুরাবেন মেহেদী মিরাজ। একাদশের দুই পেসার হতে পারেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাদের সঙ্গে সাইফ হাসান ও সৌম্য সরকারকে হাত ঘুরাতে দেখা যেতে পারে। 

ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার ভর্তি একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তাদের রোমারিও শেইফার্ড, শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস পেস অলরাউন্ডার। আছেন স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ। তাদের সঙ্গে নিয়মিত স্পিনার গুডাকেশ মোতি এবং পেসার সামার জোসেপ ও জাইডেন সিলস থাকতে পারেন। ব্যাটিং ভরসায় ওপেনিংয়ে ব্রেন্ডন কিং, আলিস আথানজে থাকবেন। সব ঠিক থাকলে তিনে কেসি কার্টি ও চারে খেলবেন অধিনায়ক শেই হোপ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, রোমাজিও শেইফার্ড, গুডাকেশ মোতি, জাইডেন সিলস, সামার জোসেপ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের