অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৫ কার্তিক ১৪৩২

Radio Today News

অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ২০ অক্টোবর ২০২৫

Google News
অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১ হাজার কোটি টাকা

চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রায় ২১ হাজার কোটি টাকা (১৭১ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ডলার বা এক হাজার ১০৩ কোটি টাকা। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
 
এছাড়া গত ১৯ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯২৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৫ শতাংশ।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের