গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

Radio Today News

গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ২১ অক্টোবর ২০২৫

Google News
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে রোববার গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

সোমবার ইসরাইলের সংসদ নেসেটে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেম  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরাইল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’

ইসরাইল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরাইলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরাইলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের