
রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে বের হয়ে মশার মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে জেলা, কলেজ ও থানা পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিলকারীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা জানান।
তারা বলেন, একজন তরুণ ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।
রেডিওটুডে নিউজ/আনাম