জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫,

৬ কার্তিক ১৪৩২

Radio Today News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৯, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:২০, ২১ অক্টোবর ২০২৫

Google News
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল

রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে বের হয়ে মশার মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে জেলা, কলেজ ও থানা পর্যায়ের ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিলকারীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা জানান।

তারা বলেন, একজন তরুণ ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের