
বর্তমান অস্থির আন্তর্জাতিক দৃশ্যপটের মধ্যে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মাবলী বজায় রাখতে হবে।
‘জাতিসংঘ সনদ এবং সংস্থার ভূমিকা শক্তিশালীকরণ সম্পর্কিত বিশেষ কমিটির প্রতিবেদন’ শীর্ষক ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির সভায় ভাষণে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ সব কথা বলেছেন।
কেং শুয়াং বলেন, কেং শুয়াং বলেন, কিছুদিন আগে চীন একটি বৈশ্বিক শাসন উদ্যোগ পেশ করেছে। তাতে সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের শাসন, বহুপাক্ষিকতা, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব ফলাফল অর্জনের আহ্বান জানানো হয়েছে।
চীন বৈশ্বিক শাসন উদ্যোগের নির্দেশে, সনদের উদ্দেশ্য ও নীতিগুলোকে সমুন্নত রাখতে, ব্যাপক পরামর্শ, যৌথ অবদান এবং বৈশ্বিক শাসনে ভাগ করা সুবিধার ধারণা অনুশীলন করতে, আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার দিকে যৌথভাবে এগিয়ে যেতে সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।
কেং শুয়াং জোর দিয়ে বলেন, ইউক্রেনীয় সংকট এবং ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের মতো হটস্পট বিষয়গুলোতে, চীন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, সক্রিয়ভাবে কূটনৈতিক প্রচেষ্টায় জড়িত এবং সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম