
নিয়োগকর্তারা এখন থেকে গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ এবং ওয়ার্ক পারমিটসহ কোন ধরনের ফি আদায় করতে পারবে না। এসব নিষিদ্ধ করেছে সৌদি আরব, যা না মানলে সৌদি নিয়োগকর্তাকে সর্বোচ্চ ২০ হাজার রিয়াল জরিমানা এবং বিদেশিকর্মী নিয়োগের ওপর তিন বছরের নিষেধাজ্ঞাও নির্ধারণ করা হয়েছে। সংবাদমাধ্যম সৌদি গেজেটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ডন।
প্রতিবেদন বলা হয়, নিয়োগকর্তাদের ‘তাদের গৃহকর্মীদের কাছ থেকে যেকোনো ফি’ নেয়া নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে ‘নিয়োগ, পেশা পরিবর্তন, পরিষেবা স্থানান্তর, আবাসিক পারমিট (ইকামা) এবং কাজের পারমিট সম্পর্কিত’ ফি অন্তর্ভুক্ত। নির্দেশিকা অনুসারে, গৃহকর্মী খাতের আইন অনুমোদিত পেশাগুলোর মধ্যে রয়েছে ‘গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক এবং বিশেষায়িত পেশা যেমন গৃহকর্মী, রাঁধুনি, দর্জি, বাটলার, সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপক; সেই সঙ্গে হোম গার্ড, ব্যক্তিগত সহকারী, কৃষক, থেরাপিস্ট এবং গৃহ কফি প্রস্তুতকারক’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দেশিকাগুলো গৃহকর্মীদের কর্তব্যের আওতায় আসতে পারে এমন অন্য যেকোনো পেশা যুক্ত করারও অনুমতি দেয়। এই বিধানগুলো সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতার নির্দেশিকা’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। এতে আরও বলা হয়েছে, নতুন বিধিমালায় ‘অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে, যা গৃহকর্মীদের একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করে’।
রেডিওটুডে নিউজ/আনাম