ঢাকায় ভিসা সেবা বিষয়ে সুইডেন দূতাবাসের স্পষ্টীকরণ

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

২০ জানুয়ারি ২০২৬,

৬ মাঘ ১৪৩২

Radio Today News

ঢাকায় ভিসা সেবা বিষয়ে সুইডেন দূতাবাসের স্পষ্টীকরণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫০, ১৯ জানুয়ারি ২০২৬

Google News
ঢাকায় ভিসা সেবা বিষয়ে সুইডেন দূতাবাসের স্পষ্টীকরণ

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস সোমবার স্পষ্ট করে জানিয়েছে যে, ৯০ দিনের বেশি সময়ের জন্য বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) বা জাতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে তারা কোনো দেশের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

দূতাবাস জানায়, তারা কেবল শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া করে থাকে এবং তা করে ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের পক্ষে।

#MigrationMonday উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত এক বার্তায় দূতাবাসটি জোর দিয়ে বলেছে, রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি জাতীয় ভিসার আবেদন তাদের কার্যপরিধির বাইরে।

বিবৃতিতে বলা হয়, ‘অনুগ্রহ করে লক্ষ্য করুন, ৯০ দিনের বেশি অবস্থানের জন্য রেসিডেন্স পারমিট বা জাতীয় ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসটি অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করে না। এ ধরনের বিষয়ের জন্য আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস বা অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।’

এই স্পষ্টীকরণের উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন দেশে ভিসা আবেদনকারীদের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের