চীন-মালয়েশিয়ার যৌথ নৌ-মহড়া সম্পন্ন

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

Radio Today News

 চীন-মালয়েশিয়ার যৌথ নৌ-মহড়া সম্পন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৪, ২৪ অক্টোবর ২০২৫

Google News
 চীন-মালয়েশিয়ার যৌথ নৌ-মহড়া সম্পন্ন

মালয়েশিয়ার উপকূলীয় শহর পোর্ট ক্লাং–এর কাছাকাছি সমুদ্রসীমায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত যৌথ নৌ-মহড়া সম্পন্ন করেছে চীন ও মালয়েশিয়ার নৌবাহিনী। ‘পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ২০২৫’ নামে এই মহড়ার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।  

মহড়ায় অংশ নেওয়া উভয় দেশের যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ অনুশীলন করে, যার মধ্যে ছিল অনুসন্ধান ও উদ্ধার অভিযান, নৌ এসকর্ট মিশন এবং হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে সরবরাহ কার্যক্রম।  

এই মহড়ায় অনুসন্ধান ও উদ্ধার, এসকর্ট মিশন এবং হেলিকপ্টার-ভিত্তিক সরবরাহসহ নানা ধরনের লাইভ অনুশীলন সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে- এসব কার্যক্রম যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সক্ষমতা বাড়াবে।     

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের