অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

Radio Today News

অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৪, ২৪ অক্টোবর ২০২৫

Google News
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের (২০২৪ সালের) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের একই সময়ে (১ জুলাই থেকে ২২ অক্টোবর) প্রবাসী আয় এসেছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে, এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবণতা নির্দেশ করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের