সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করবো: নাসীরউদ্দীন পাটোয়ারী

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

৯ কার্তিক ১৪৩২

Radio Today News

সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করবো: নাসীরউদ্দীন পাটোয়ারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০২, ২৪ অক্টোবর ২০২৫

Google News
সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গে কাজ করবো: নাসীরউদ্দীন পাটোয়ারী

দল থেকে পদত্যাগ প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ আমি অপনাদের নিশ্চিত করছি, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকবো।  এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাবো।’ 

শুক্রবার  (২৪ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে এই নিউজটা (পদত্যাগ) দেখি। অনেকে জানতে চেয়েছে। তবে আমাদের দলের পক্ষে থেকে নিশ্চিত করেছে। ইতিমধ্যে জেনেছেন আমি দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকবো। সরকার গঠন পর্যন্ত আমি দলের সঙ্গে কাজ করবো। 

আপনাদের মাঝে কোনো টানাপোড়েন আছে কি-না জানতে চাইলে নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘এই নিউজে আসিফ মাহমুদকে যুক্ত করা হয়েছে। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য দিলে আমাদের নেতাকর্মী ও দেশবাসী বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। তথ্য যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আমাদের নেতাকর্মীরা গতকাল রাত গুজবের মধ্যে দিয়ে গেছে। শেষ পর্যায়ে আমাদের দল থেকে নিশ্চিত করা হয়েছে। আজ আমি নিশ্চিত করছি, এনসিপি সরকার গঠন করা পর্যন্ত আমি এনসিপির সঙ্গে থাকবো।  এবং এনসিপি সরকার গঠন করার পর্যন্ত নিয়ে যাবো।’

গুজব নিয়ে প্রশ্ন করলে এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশ যারা জব মার্কেটে রয়েছেন, যারা ভালো চাকরি পাচ্ছেন না- কারণ ভালো এডুকেশন ইনস্টিটিউট না থাকা জন্য। গত সরকারের আমলে অসংখ্য ইনস্টিটিউটকে লাইসেন্স দেওয়া হয়েছে সার্টিফিকেট বিক্রি করার জন্য। তেমনি মিডিয়া সেক্টেরে দলীয়ভাবে অনেক অসংখ্য লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে বেতন কাঠামো, কর্মী সংকট রয়েছে। এতে সেখানে এখন যারা সাংবাদিকতা করছেন তারা সুষ্ঠ সাংবাদিকতা করতে পারছে না।’ 

আমি তথ্য উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, ‘আমাদের মানসম্মত লাইসেন্স দেওয়া উচিত। যারা অপ-সাংবাদিকতা ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেই বিষয়ে একটি নীতিমালা ও কাঠামো করা উচিত। আরও যারা বাংলাদেশ সত্যিকারের সাংবাদিকতা করতে চায়, তারা যেন অস্বস্তিতে পড়তে না হয়।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের