চীন তার ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২০২৫) সময়ে বিশ্বের সবচেয়ে বড় ও বিস্তৃত পানি সংরক্ষণ অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার উপকারে এসেছে। বুধবার চীনের পানিসম্পদ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২২ সালে শুরু হওয়া ‘মাতৃ নদী পুনরুজ্জীবন’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৮৮টি নদী পুনরুদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৭৯টি নদী জাতীয় নদী-নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর ধারাবাহিকভাবে চীন পানিসম্পদ উন্নয়ন প্রকল্পে এক ট্রিলিয়নেরও বেশি ইউয়ান বিনিয়োগ করেছে। এতে নতুন জলাধার, পানি সরবরাহ, সেচ ও পানির প্রবাহ প্রকল্প চালু হয়েছে। যার ফলে চীনের মোট পানি সরবরাহ সক্ষমতা বেড়ে ৯০০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

