দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টি

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

১০ কার্তিক ১৪৩২

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫,

১০ কার্তিক ১৪৩২

Radio Today News

দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৫ অক্টোবর ২০২৫

Google News
দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টি

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলার অংশ হিসেবে সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে বিমান থেকে রাসায়নিক স্প্রে করে 'ক্লাউড সিডিং' বা মেঘে বীজ বপন প্রক্রিয়া শুরু করা হয়েছে, যাতে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাসের মারাত্মক ধুলিকণা ধুয়ে ফেলা যায়।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। নয়াদিল্লি কর্তৃপক্ষ 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর'-এর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর বুরারি এলাকায় একটি সেসনা হালকা বিমান ব্যবহার করে পরীক্ষামূলক অভিযানটি শুরু করে।

দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা নিশ্চিত করেছেন, একটি পরীক্ষামূলক ক্লাউড সিডিং ফ্লাইট চালানো হয়েছে, যা পরিকল্পিত পূর্ণাঙ্গ প্রকল্প চালুর আগের প্রস্তুতি। ক্লাউড সিডিংয়ে সাধারণত সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক ব্যবহার করা হয়।

প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে অন্যতম। প্রতি শীতেই ঠান্ডা বাতাসের কারণে ফসল পোড়ানো, কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম২ দশমিক ৫ কণার মাত্রা অনেক সময় জাতিসংঘের স্বাস্থ্যসীমার ৬০ গুণ পর্যন্ত বেড়ে যায়। সম্প্রতি দীপাবলির আতশবাজির কারণে দূষণ আরও বেড়েছে, যেখানে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা সীমার ৫৬ গুণেরও বেশি হয়েছে।

আইকিউএআর-এর তথ্য অনুসারে, বৃহস্পতিবার ভোরে নয়াদিল্লির কিছু অংশে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার চেয়ে ১০ গুণ বেশি ছিল। এর আগে সেপ্টেম্বরে এক গবেষণায় দেখা গিয়েছিল, এই বিষাক্ত বাতাসের কারণে দিল্লির ১৭ শতকের প্রতীকী লাল কেল্লাও কালো হয়ে যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের