চুমু খেয়ে সেলিব্রেট শ্রাবন্তীর

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫,

১২ কার্তিক ১৪৩২

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫,

১২ কার্তিক ১৪৩২

Radio Today News

চুমু খেয়ে সেলিব্রেট শ্রাবন্তীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪৫, ২৭ অক্টোবর ২০২৫

Google News
চুমু খেয়ে সেলিব্রেট শ্রাবন্তীর

দামিনী ঘোষকে চেনেন? সম্পর্কে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হবু বৌমা তিনি। ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন দামিনী। প্রথম থেকেই সবটা জানেন শ্রাবন্তী। এ নিয়ে তার অবশ্য কোনও আপত্তি নেই। বরং তাঁর সঙ্গে ভালই সম্পর্ক অভিনেত্রী।

সম্প্রতি দামিনীর জন্মদিন ছিল। হাজির ছিলেন শ্রাবন্তী- অভিমন্যু। ভালভাবেই হয়েছে সেলিব্রেশন। গালে চুমু খেয়ে দামিনীকে কেক খাইয়ে দিতেও দেখা গেল শ্রাবন্তীকে। দু'জনের বয়সের ফারাক খুব একটা বেশি নয়। এর আগে সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক কিছুটাই দিদি-বোনের মতো। ছেলের থেকে বয়সে বড় তাঁর প্রেমিকা। শ্রাবন্তীর থেকে মাত্র দশ বছরের ছোট।

ওদিকে ছেলের সঙ্গে শ্রাবন্তীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর আগে ছেলে প্রসঙ্গে তিনি বলেন, "ও আমার খুব ভাল বন্ধু। আমরা ভাই-বোনের মতো। আমার সবচেয়ে বড় সমালোচক ও।"

এই পুজোয় মুক্তি পেয়েছিল শ্রাবন্তী অভিনীত 'দেবী চৌধুরানি'। বক্সঅফিসে ওই ছবি খুব খারাপ ফল করেনি। সমালোচক মহলেও কুড়িয়েছে প্রশংসা। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের