কাপুর পরিবার থেকে বলিউডে পা রাখলেও টিকে থাকার লড়াইটা রীতিমত করে যাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী। এই লাড়াইয়ে পুরুষ অভিনেতাদের ‘ইগো’ সামলে চলাই নাকি তার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মনে হয়। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শো-তে গিয়ে এমনটাই জানিয়েছেন শ্রীদেবীকন্যা।
জাহ্নবী কাপুর বলেন, ‘আমাদের ইন্ডস্ট্রিতে অভিনেতাদের ইগো সামলে চলতে হয়, সেটি আমি ভালোভাবে বুঝে গেছি। নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য বেশিরভাগ সময় লড়াইয়ে নামতে হয়। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়।’
অভিনেত্রী জাহ্নবী বলেন, 'প্রথমেই নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করিনা। বরং বলি- বুঝতে পারছি না, কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব।’ তার মতে, এটিই ইন্ডাস্ট্রিতে নিরাপদে টিকে থাকার সহজ উপায়।
জাহ্নবীর কথা ধরে টুইঙ্কেল খান্না বলেন, ‘নয়ের দশকে যখন আমি অভিনয় করতে এসেছিলাম, নতুন ছিলাম, একই সমস্যা আমার সঙ্গেও হয়েছে। আমিও তখন বুঝতাম না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে আর করণীয় কী।’
জাহ্নবী বলেন, ‘আমি এমন এক পরিবার থেকে এসেছি যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সব সুযোগ থাকা সত্ত্বেও সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই সামলে নিতে হয়।’
জাহ্নবী সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-তে অভিনয় করেন, যা বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির ব্যবসা করে। এই ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। সূত্র: দ্য ওয়াল
রেডিওটুডে নিউজ/আনাম

