পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আরও ১ হাজার ৭১ মেট্রিক টন বাংলাদেশি আলু রপ্তানি করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু মোট ৫১টি ট্রাকে করে প্রতিবেশী দেশটিতে পাঠানো হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান জানিয়েছেন, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি আলুর রপ্তানি পরিধি দিন দিন বাড়ছে, কারণ দেশটিতে বাংলাদেশি আলুর চাহিদা বেশি।
চলতি মৌসুমের আলু রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একদিনেই সর্বোচ্চ ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ টন আলু রপ্তানি হয়েছিল। আর গত শনিবার (২৫ অক্টোবর) রপ্তানি হয় ৩৯৯ মেট্রিক টন আলু।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ১০ মাসে এই বন্দর দিয়ে মোট ৩৫ হাজার ৬৭৯ মেট্রিকটন আলু নেপালে রপ্তানি হয়েছে।
নুর হাসান আরও জানান, আলুগুলো পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালে পাঠাচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

