১২ দিন পর রাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপনগরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছ।
তিনি আরও জানান, ঘটনার প্রথম দিন থেকে মৃত্যু ১৭ জন বলে দাবি ছিল। তবে মরদেহ একটি কম ছিল। ধারণা করা হচ্ছে, সর্বশেষ মরদেহ হবে এটি। তবে ডিএনএ নমুনা মিলে গেলে মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের।
এরআগে গত ১৪ অক্টোবর বেলা সারে ১১টার দিকে রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিনই ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। সেদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

