চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চীন সিঙ্গাপুরসহ আসিয়ান দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত, যাতে চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল ৩.০ সফলভাবে বাস্তবায়ন করা যায় এবং যৌথভাবে আরও বৃহত্তর উন্নয়ন অর্জিত হয়।
রোববার সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এডি তিও’র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
লি ছিয়াং বলেন, চীন ও সিঙ্গাপুর পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাকে আরও কাজে লাগিয়ে সহযোগিতা গভীর করতে পারে। বিশেষ করে ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে উভয় দেশের আধুনিকায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা সম্ভব।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনে চীন ও আসিয়ান দেশগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেডিওটুডে নিউজ/আনাম

