অস্ট্রেলিয়ায় রুপার খনিতে বিস্ফোরণ, নিহত ২

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

Radio Today News

অস্ট্রেলিয়ায় রুপার খনিতে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ২৮ অক্টোবর ২০২৫

Google News
অস্ট্রেলিয়ায় রুপার খনিতে বিস্ফোরণ, নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি রুপার খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনার পর খনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সিডনি থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত কোবারের এন্ডেভার খনিতে দুই ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর যায়। এর পরেই জরুরি পরিষেবা ডাকা হয়।

পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং ২০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ বছর বয়সী অপর একজন নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

তারা জানিয়েছে, সাইটের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। 

কম্পানির নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় তারা হতবাক এবং দুঃখিত। কর্মীদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার মতে, ২০১৫ সালে কুইন্সল্যান্ডের একটি খনিতে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল।

উল্লেখ্য, ওই খনিটিতে রুপার পাশাপাশি দস্তা এবং সিসা ধাতু উৎপাদন করা হতো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের