আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুভ নামের এক যুবককে আটক করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
ঘটনার কিছুক্ষণ পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান। তিনি জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের চারপাশে হকারের দোকান থাকার কারণে দুর্বৃত্তরা এমন সাহস পায় বলে মনে করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিরাপত্তা জোরদারে ইসি ভবনের আশপাশ থেকে হকারের দোকান সরিয়ে নেয়া প্রয়োজন।
ডিসি ইবনে মিজান জানান, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে। তিনি বলেন, ‘কেউ ইচ্ছে করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’
রেডিওটুডে নিউজ/আনাম

