ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় সন্দেহভাজন দুজন আটক

রোববার,

২৬ অক্টোবর ২০২৫,

১১ কার্তিক ১৪৩২

রোববার,

২৬ অক্টোবর ২০২৫,

১১ কার্তিক ১৪৩২

Radio Today News

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় সন্দেহভাজন দুজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০২৫

Google News
ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় সন্দেহভাজন দুজন আটক

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কর্মকর্তাদের ধারণা, এই দুজন গত সপ্তাহে জাদুঘর থেকে মূল্যবান অলংকার চোর চক্রের সঙ্গে জড়িত।

ফরাসি গণমাধ্যম লো পাহিসিয়ঁ’র বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি। পাহিসিয়ঁ’র প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতরা প্যারিসের উপশহর সেইন-সঁ-দনির বাসিন্দা। তাদের একজন চার্লস দো গল বিমানবন্দরে ছিলেন। দুজনের বয়স ৩০ এর কাছাকাছি। তাদের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আটক করা হয়।

ল্যুভর জাদুঘরে চুরি হয় গত রোববার। তখন বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, চোরেরা বৈদ্যুতিক মই ব্যবহার করে জাদুঘরের দ্বিতীয় তলায় ওঠে। পরে ভেতরের গ্যালাহি দা’পোলোতে (অ্যাপোলো গ্যালারি) যায়। সেখানে রাজকীয় গয়না, মুকুট ও প্রদর্শনীর জন্য কাচের তাকে হীরা ছিল।

চুরি হওয়া রত্নগুলোর বর্ণনায় সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানায়, এর মধ্যে আছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা। এতে ছিল ২১২টি মুক্তা, ১ হাজার ৯৯৮টি হীরক এবং ৯৯২টি রোজ-কাট হীরা।

সম্রাজ্ঞী ইউজেনি বেল্ট বা কোমরবন্ধনী ব্যবহার করতেন। এটির কেন্দ্রে ছিল অলঙ্কৃত ফিতা। এতে ছিল ২,৪৩৮টি হীরা ও ১৯৬টি রোজ-কাট হীরা।

জাদুঘরে সম্রাজ্ঞীর কিছু হীরাখচিত ব্রোচের একটি ছিল ১৮৫৫ সালের। এটিকে ‘রেলিকুয়ারি ব্রোচ’ বলা হয়। চুরি হওয়া অন্য অলংকারের মধ্যে আছে উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে লুই বোনাপার্টের স্ত্রী রানি হরটেন্স এবং লুই ফিলিপ প্রথমের স্ত্রী রানি মেরি অ্যামেলির ব্যবহার করা কানের দুল। 

১৮১০ সালে দ্বিতীয় স্ত্রী মেরি লুইসকে বিয়ের সময় নেপোলিয়নের দেওয়া পান্নার গয়নার সেটে ছিল ৩২টি পান্না ও ১ হাজার ১৩৮টি হীরা। গয়নার সেটটি জাদুঘরে সংরক্ষিত হয় ২০০৪ সালে। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ে উপলক্ষে নেপোলিয়ন দুটি বিলাসবহুল গয়নার সেট তৈরি করতে বলেছিলেন। আরেকটি ছিল ওপাল ও হীরা দিয়ে তৈরি। এই সেটের মধ্যে পান্না ও হীরার এক জোড়া কানের দুল নিয়ে গেছে চোরেরা।

সম্প্রতি ফ্রান্সের রেডিও নেটওয়ার্ক আরটিএল’কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারি কৌঁসুলি বলেন, চুরি হওয়া আটটি অলংকারের আর্থিক মূল্য প্রায় ৮ দশমিক ৮ কোটি ইউরো বা ১০ কোটি ডলার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের