এলপিজির দাম বাড়বে কিনা, জানা যাবে রোববার

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৫ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৫ কার্তিক ১৪৩২

Radio Today News

এলপিজির দাম বাড়বে কিনা, জানা যাবে রোববার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ৩০ অক্টোবর ২০২৫

Google News
এলপিজির দাম বাড়বে কিনা, জানা যাবে রোববার

আসন্ন নভেম্বরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে কিনা, তা জানা যাবে রোববার (২ নভেম্বর)। ওইদিন নভেম্বর মাসের জন্য এলপিজির সমন্বয়কৃত দর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে বলা হয়, আগামী ২ নভেম্বর (রোববার) সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা ঘোষণা করা হবে। ওইদিন বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্দেশনা ঘোষণা করা হবে।

এছাড়াও নভেম্বর মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটে (www.berc.org.bd) আপলোড করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সবশেষ গত ৭ অক্টোবর এলপি গ্যাসের দাম সমন্বয় করে বিইআরসি। ওই সময় ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, রোববার এলপিজির নতুন দাম ঘোষণার পাশাপাশি নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের