রিজার্ভ বৃদ্ধির কারণ জানালো বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

২৮ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

Radio Today News

রিজার্ভ বৃদ্ধির কারণ জানালো বাংলাদেশ ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৪, ২৮ অক্টোবর ২০২৫

Google News
রিজার্ভ বৃদ্ধির কারণ জানালো বাংলাদেশ ব্যাংক

আরো বেড়ে রিজার্ভ এখন ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স বৃদ্ধি এবং ব্যাংকগুলোর কাছ থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কেনার ফলেই, রিজার্ভের এই উল্লম্ফন। তবে, বাংলাদেশ ব্যাংক ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ালেও, এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস অর্থাৎ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ বিলিয়ন ডলারে। ২১ অক্টোবর পর্যন্ত যা ছিলো ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশে রিজার্ভ এখন ২৭ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। কেনো রিজার্ভ বাড়ছে তার কারণও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর মধ্যে দেশের তফসিলি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কাছ থেকে ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যেটিকে ইতিবাচকই বললেন আর্থিক খাত বিশেষজ্ঞ ও বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহও আছে ভালো অবস্থানে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এ মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ১ শতাংশ বেশি।

একদিনের ব্যবধানে স্বর্ণ ও রূপার দাম আরও কমলোএকদিনের ব্যবধানে স্বর্ণ ও রূপার দাম আরও কমলো
অন্যদিকে, চলতি অর্থ-বছরের পয়লা জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। যা গত অর্থ-বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৮ শতাংশ বেশি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের