গুরুতর অসুস্থ হয়ে অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫,

১৩ কার্তিক ১৪৩২

Radio Today News

গুরুতর অসুস্থ হয়ে অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ২৮ অক্টোবর ২০২৫

Google News
গুরুতর অসুস্থ হয়ে অভিনেতা হাসান মাসুদ হাসপাতালে 

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে সোমবার (২৭ অক্টোবর) রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন এবং তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি আরও জানান, এই ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে।

অভিনেতা হাসান মাসুদের জীবনের শুরুটা কিন্তু ছিল ভিন্ন পথে। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।

পরে সাংবাদিকতা ছেড়ে তিনি যোগ দেন অভিনয়ের জগতে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। এরপর অভিনয় করেন ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় এবং অসংখ্য জনপ্রিয় নাটকে।

হাসান মাসুদের উল্লেখযোগ্য টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের