রাজশাহীর বাঘা উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার খানপুর পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমান মন্ডল (৪০)।
গুলিবিদ্ধ অন্যরা হলেন- মনতাজ মন্ডল (৩৫), নাজমুল মন্ডল (২৮) ও রাকিব মন্ডল (২২)। গুরুতর আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার পর থেকে খানপুর পদ্মার চরাঞ্চলের প্রায় দুই বিঘা জমি নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাকন বাহিনীর সঙ্গে বাঘার মনতাজ মন্ডল গ্রুপের দ্বন্দ্ব চলছিল। সোমবার সকালে মনতাজ মন্ডল ও তার সহযোগীরা জমিতে খড় কাটতে গেলে দুপুরের দিকে কাকন বাহিনীর ১০–১৫ জনের একটি সশস্ত্র দল সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল বলেন, গুলিবিদ্ধ চারজনের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে আমান মন্ডলকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনা স্থল-সহ বাঘা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ছিলো। এ বিষয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি। আহত পক্ষ তাদের রুগী নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

