ভোলায় বিএনপি ও আন্দালিব রহমান পার্থের বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল ও বিজেপির দলীয় কার্যালয়। ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, আজ (শনিবার, ১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা জেলা বিজেপি একটি সমাবেশ ও মিছিল বের করে। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ করে তারা।
অন্যদিকে দলীয় কার্যালয়ে সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করে মিছিল বের করে জেলা বিএনপি। একই দিনে উভয়পক্ষের সমাবেশ ও মিছিলে বাধা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে গনমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় অন্তত ১০টি মোটরসাইকেল ও বিজেপির দলীয় কার্যালয়। ঘটনায় পরপর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে।
বিজেপির নেতাকর্মীদের দাবি তাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিতে হামলা চালায় বিএনপি। আসন্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই এ হামলা বলছে তারা।
সংঘর্ষের ঘটনার পর পর দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। তাদের দাবি, পুলিশের অনুমতি নিয়ে শহরে মিছিল বের করেন তারা। ভোলার কালিব মসজিদ সড়কে এলে বিজেপির নেতাকর্মীরা ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপি নেতাকর্মীরা নিজেদের রক্ষায় ধাওয়া দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সংঘাত এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
রেডিওটুডে নিউজ/আনাম

