 
				
					গত ১৭ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। জনগণের সেই ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে আগামী নির্বাচনের লক্ষ্য এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি উল্লেখ করে অ্যার্টানি জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ৫ আগস্টে পালানোর সময় শেখ হাসিনা তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীদের ফেলে গেছে। তাদের আমরা পাহারা দিচ্ছি, তাদের অন্যায়ের বিচার হবে আইনের মাধ্যমে রক্ত দিয়ে নয়। যারা ভাবছেন সামনে ষড়যন্ত্র করবেন সে সময় আপনারা পাবেন না। কারণ অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা দায়বদ্ধ।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আগামী দিন শৈলকুপাকে শান্ত রাখার জন্য এবং উন্নয়নের জন্য, সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আপনারা জনগণের দ্বারে দ্বারে যান। শান্তির কথা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেন, সততার কথা বলেন।
রেডিওটুডে নিউজ/আনাম
































 
				 
				 
				 
				 
				 
				 
				