চার ক্যাচ ফেলেছে ক্যারিবীয়রা, তবু হারল বাংলাদেশ

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

চার ক্যাচ ফেলেছে ক্যারিবীয়রা, তবু হারল বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৪, ২৯ অক্টোবর ২০২৫

Google News
চার ক্যাচ ফেলেছে ক্যারিবীয়রা, তবু হারল বাংলাদেশ

‘ক্যাচ মিসে ম্যাচ মিস’ কথাটা সব সময় সত্য নয়। সব দলের জন্য সত্য নয়। যেমনটা সত্যি হয়নি বাংলাদেশ দলের ক্ষেত্রে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হাতে পড়া চার চারটি ম্যাচ মিস করেছে। তারপরও ১৫০ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ১৪ রানে হেরে এক ম্যাচ থাকতে সিরিজও হেরেছে।    

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে ঝড়ো ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ১১তম ওভারে একশ’ রান ছাড়িয়ে যায় তারা। ১০৫ রানের জুটিতে ভাঙে ওই জুটি।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার আথানজে ৩০ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫০ রান করে সাজঘরে ফেরেন। শেই হোপ ৩৬ বলে ৫৫ রান করে আউট হন। তিনি তিনটি করে চার ও ছক্কা মারেন। পরের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। শেরফান রাদারফোর্ড (০), রোভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪) ব্যর্থ হন। পরে রোস্টন চেজ  ও রোমারিও শেইফার্ড ছোট ছোট দুটি ইনিংস খেলেন। তারা যথাক্রমে ১৭ ও ১৩ রান যোগ করেন।

জবাব দিতে নেমে এক তানজিদ তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেললেও দলের আর কেউ ম্যাচ জয়ী ইনিংস খেলতে পারেনি। তানজিদ তিনটি করে চার ও ছক্কা মারেন। তার ওপেনিং সঙ্গী সাইফ হাসান (৫) এদিন শুরুতে ফিরে যান। লিটন দাস আশা দিলেও ইনিংস খুব একটা বড় করতে পারেননি। তিনি ১৭ বলে চারটি চারের শটে ২৩ রান যোগ করেন। বাংলাদেশ হেরেছে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও জাকের আলীর ধীর ব্যাটিংয়ে। হৃদয় ১৪ বলে ১২ রান করে আউট হন। মিডলে একের পর এক ডট খেলেন জাকের। স্লগে শট খেলতে ব্যর্থ হয়ে ১৮ বলে ১৭ রান করে আউট হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের