বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

৩০ অক্টোবর ২০২৫,

১৪ কার্তিক ১৪৩২

Radio Today News

বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ২৯ অক্টোবর ২০২৫

Google News
বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এরপর এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বুধবার সন্ধ্যায় ভারতের ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দেশে বৃষ্টি থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে পারে। ১ নভেম্বর (শনিবার) পর্যন্ত বৃষ্টি বেশি থাকতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির ব্যাপ্তি আরো বাড়বে, ঢাকায়ও বৃষ্টিপাত বাড়তে পারে।

ভারতে ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রম করার এক দিন পর বাংলাদেশে বৃষ্টি বাড়ছে কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগে ওঠার পর দুর্বল হয়ে বর্তমানে তেলেঙ্গানায় অবস্থান করছে। সেখান থেকে আরো কিছুটা উত্তরের দিকে অগ্রসর হয়ে পরে পূর্বদিকে ঘুরবে, অর্থ্যাৎ বাংলাদেশের কাছাকাছি আসবে। ফলে দেশে বৃষ্টি বাড়বে।’

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামীকাল বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাত আরো বাড়তে পারে। 
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, আর রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো বাড়বে। সব মিলিয়ে শনিবার পর্যন্ত বৃষ্টি বেশি থাকতে পারে, এরপর ধীরে ধীরে তা কমে যাবে।

দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় সর্বাধিক ২৪ মিলিমিটার, ময়মনসিংহে ২১ মিলিমিটার এবং যশোরে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের